আবুলাইচ সম্রাট

আবুলাইচ সম্রাট জীববিজ্ঞান নিয়ে কাজ করছেন প্রায় ছয় বছর ধরে। তিনিও তোমাদের অনেকের মতো কলেজ জীবনে জীববিজ্ঞানকে মুখস্থ করার বিষয় হিসেবে দেখতেন এবং ভাবতেন এখানে বুঝি অল্প কিছু টপিক বাদে বুঝে উঠার মতো বিষয়বস্তু নেই বললেই চলে। এই ধারণায় বেশ একটা আঘাত আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর। জীববিজ্ঞান যে কত মজার হতে পারে, তা তিনি এই বিভাগ থেকে শিখেছেন। বাইরের নানা বই পড়তে গিয়ে বুঝেছেন জীববিজ্ঞানের প্রতি আমাদের শিক্ষার্থীদের অনীহার উৎস কোথায়।

তার ধারণায় জীববিজ্ঞান বেশ মজার এবং কৌতূহলোদ্দীপক একটি বিষয়, তবে জীববিজ্ঞান নিয়ে বাজারে প্রচলিত নানা পাঠ্যবইয়ের দুরবস্থা, আমাদের অনেক শিক্ষকদের জীববিজ্ঞানকে মুখস্থের বিষয় হিসেবে উপস্থাপন এবং সর্বোপরি নানা ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানের মুখস্থনির্ভর প্রশ্ন এই বিষয়টিকে কলেজ জীবনের বিভীষিকা করে তুলেছে। … আবুলাইচ সম্রাট ঠিক এই জায়গাটিতেই কুঠারাঘাত করতে চেয়েছেন।

বই এবং প্ল্যাটফর্ম 

কলেজ শিক্ষার্থীদের কাছে জীববিজ্ঞানকে চিন্তনীয় একটি বিষয় হিসেবে উপস্থাপনের জন্য তিনি লিখেছেন ‘প্ল্যান্টি’ এবং ‘জ্যুওলজিয়া’ নামক দুটি বই। উভয় বই বোর্ডের পাঠ্যক্রম অনুযায়ী লিখিত হলেও কনসেপ্টের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। বাজারের তথাকথিত কনসেপ্ট বই নয়, বরং Cambell Biology (11th edition), Concepts of Biology (Rebecca Roush, 2013), Biology (Sylvia Mader, 2012)-এর মতো বই থেকে আইডিয়া নিয়ে তিনি উভয় বইয়ে কনসেপ্টগুলো সাজিয়েছেন।

এছাড়া, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ‘ইজিবায়ো (উদ্ভিদবিজ্ঞান)’ এবং ‘ইজিবায়ো (প্রাণিবিজ্ঞান)’ নামক দুটো বই লেখার ক্ষেত্রে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেছেন। বই দুটিকে সাজানো এবং প্রতি টপিক ধরে ধরে এমসিকিউগুলোর উত্তর চেক করার মতো জটিল কাজের কিছু অংশ তিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে সম্পন্ন করেছেন। তিনি যে দর্শন নিয়ে বই লেখার চেষ্টা করেছেন, সেটি যে মৌলিক এবং গুণগত, তা তার এসব বইয়ের গঠন, কাঠামো এবং লেখা ও বিশ্লেষণের ধরন দেখলেই বুঝা যায়। 

শুধু বই লেখা নয়, তিনি জীববিজ্ঞানকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সহজভাবে উপস্থাপনের জন্য Plantlet (plantlet.org) নামক একটি এডুকেশনাল ব্লগের সাথে যুক্ত ছিলেন পাঁচ বছর ধরে। সেই ব্লগে তিনি জীববিজ্ঞানের নানা বিষয়ের উপর প্রায় ১১০টি প্রবন্ধ লিখেছেন। বর্তমানে এ ব্লগটিতে মোট প্রবন্ধের সংখ্যা প্রায় ৪০০ এরও বেশি এবং এটি পুরো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ব্লগ যা উদ্ভিদবিজ্ঞানের শিক্ষার্থীদের দ্বারা পুরোপুরি লিখিত। 

এছাড়াও, আবুলাইচ সম্রাট কলেজ শিক্ষার্থীদের কাছে জীববিজ্ঞানকে মজাদার করে উপস্থাপনের জন্য বই লেখা ছাড়াও তৈরি করেছেন EazyBio এবং EazyBio Academy নামক দুটি প্ল্যাটফর্ম। এসব প্ল্যাটফর্মের কোর টিমে যুক্ত আছে সারা দেশের নানা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের প্রায় ২৫-৩০ জন শিক্ষার্থী। যাদের উদ্দেশ্য একটিই – জীববিজ্ঞানকে মজাদার এবং কৌতূহলোদ্দীপক হিসেবে তোমাদের সামনে তুলে ধরা।

ছাত্রজীবন এবং অর্জন

আবুলাইচ সম্রাট ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্মাননা অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল কনজারভেশন বায়োলজি। তিনি একই বিভাগের স্নাতক শিক্ষাবর্ষ ২০১৬-১৭ এর শিক্ষার্থী ছিলেন এবং চার বছর মেয়াদী এ সম্মাননায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন। পাশাপাশি একাডেমিক এক্সিলেন্সের জন্য পেয়েছেন রাষ্ট্রপতি থেকে ‘অধ্যাপক ড. শেখ শামীমুল আলম স্মৃতি স্বর্ণপদক – ২০২০’ এবং ভাইস-চ্যান্সেলর হাত থেকে গ্রহণ করেছেন ‘ডিনস এওয়ার্ড – ২০১৯-২০’।

তিনি নটর ডেম কলেজ, ঢাকা-র শিক্ষার্থী ছিলেন। এর পূর্বে মাধ্যমিকে অধ্যয়ন করেছেন The Millennium Stars School and College, Rangpur এবং গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়, উলিপুর, কুড়িগ্রাম থেকে। তিনি তার জীবনের এসব কিঞ্চিৎ সফলতার জন্য তার সকল শিক্ষকদের কাছে আজীবন ঋণী।

আবুলাইচ সম্রাট এ পর্যন্ত তিনটি দেশ ভ্রমণ করেছেন। তিনি ২০২৩ সালের মে মাসের শুরুতে সৌদি আরবে পবিত্র উমরাহ পালন করেন। পরবর্তীতে জুন মাসে তিনি দক্ষিণ কোরিয়ার Ministry of Environment-এর অধীনে অনুষ্ঠিত 12th Biodiversity Resource Training Program-এ বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেন। এছাড়া ২০২৪ সালের অক্টোবর-নভেম্বর মাসে তিনি বাংলাদেশের হয়ে 2024 International Workshop on Monitoring and Control of Harmful Algal Blooms এবং 19th International Symposium of River and Lake Environment এ অংশগ্রহণ করেন। উভয় অনুষ্ঠান দুটি চীনের City of Lakes এবং City of Institutes নামে পরিচিত উহান শহরে অনুষ্ঠিত হয়। 

পছন্দের বিষয়

আবুলাইচ সম্রাট জীববিজ্ঞান নিয়ে পড়তে ও পড়াতে ভালোবাসেন। তার পছন্দের বিষয় জেনেটিক্স এবং কনজারভেশন বায়োলজি। তিনি ভবিষ্যতে জেনেটিক্সের উপর একজন ভালো গবেষক হওয়ার স্বপ্ন দেখেন। জীববিজ্ঞানের পাশাপাশি তিনি নিজেকে ইতিহাস ও রাজনীতি বিষয়ক একাডেমিক চর্চায় ব্যস্ত রাখেন। সমাজের নানা জটিল বিষয় নিয়ে তিনি গবেষণা, অধ্যয়ন ও লেখালেখি করতে ভালোবাসেন। প্রোডাক্টিভ কাজে ব্যস্ত থাকার নেশা থাকলেও অবসরের ফাঁকে তার ছবি আঁকা এবং সংবাদপত্র পড়া হয়।

পারিবারিক জীবন

দুই ভাই, এক বোন এবং বাবা-মা-কে নিয়ে আবুলাইচ সম্রাটের পরিবার। তার বড় ভাই সাব্বির খান সায়েম করোনাকালীন বিনামূল্যে অনলাইনে শিক্ষাদান এবং দরিদ্রদের সেবা করার জন্য ‘Sheikh Hasina Youth Volunteer Award – 2020’ অর্জন করেন।

এর পাশাপাশি তার Team EazyBio-এর মত বিশাল পরিবার রয়েছে। এ পরিবারেই তার দিনের বেশিরভাগ সময় কেটে যায়।