প্ল্যান্টি ও জ্যুওলজিয়া এ দুটি কনসেপ্ট বই এবং ইজিবায়ো (উদ্ভিদবিজ্ঞান) ও ইজিবায়ো (প্রাণিবিজ্ঞান) এ দুটি প্রাকটিস বই হোম ডেলিভারির মাধ্যমে তোমাদের কাছে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, বই চারটি কীভাবে একসাথে অধ্যয়ন করতে হবে, তা পূর্বের পেজ থেকে ভালোভাবে দেখে জেনে নিবে।
মনে রাখবে, এইচএসসি কি ভর্তিযুদ্ধ…পরীক্ষার সফলতা যেমন শ্রম ও অধ্যবসায়ের উপর নির্ভর করে, তেমনি এটি অধ্যয়নের স্ট্রাটেজির উপরও নির্ভরশীল। তাই এ চারটি বই পড়ার স্ট্রাটেজিতে যেন কোনো ভুল না থাকে।
ম্যাটেরিয়াল ৩ ও ৪ঃ অনলাইন পরীক্ষা
আমাদের পরীক্ষাসমূহে অংশগ্রহণের জন্য আপনাকে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশনের উপায়
১ম উপায়ঃ তুমি এই ওয়েবসাইটের হোমপেজে থাকা রেজিস্ট্রেশন নামক বাটনটিতে ক্লিক করে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারো।
২য় উপায়ঃ ওয়েবসাইটের হোমপেজ থেকে যেকোনো একটি কোর্সের Start Learning/Enroll Now বাটনে ক্লিক করলে তোমাকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে।