কিন্তু সবাই কেন জীববিজ্ঞানকে কেবল মুখস্থ-ই করার পরামর্শ দেয়? যেকোনো লেভেলে জীববিজ্ঞান কি বুঝে পড়া সম্ভব নয়?
দীর্ঘদিনের বায়োলজি পড়ানোর অভিজ্ঞতা এবং এইচএসসি ও অ্যাডমিশন লেভেলের প্রায় হাজার খানিক ছাত্র-ছাত্রীদের উপর আমাদের EazyBio টিমের করা এনালাইসিস থেকে আমরা দেখেছি, জীববিজ্ঞান কঠিন ও দূর্বোধ্য লাগার মূল কারণ একটাই – এতে থাকা কঠিন কঠিন টার্ম বা শব্দ।
ঠিক এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে, তোমাদের মুখস্থের চাপ কমাতে আমরা নিয়ে এসেছি – ‘বায়ো-ডিকশনারি’।
উদ্ভিদবিজ্ঞান কিংবা প্রাণিবিজ্ঞান – নতুন অধ্যায় শুরুর আগেই পড়ে নিবে এই বই। দেখবে কতটা সহজ হয় উদ্ভিদবিজ্ঞানের জটিল বিষয়গুলি। দেখবে শিক্ষকদের ক্লাসে বলা কঠিন শব্দগুলোও কতটা সহজ হয়ে যায় তোমাদের কাছে।
বায়ো-ডিকশনারি ই-বুকের কিছু ছবি
শুধুই কি ই-বুক?
না, আমরা আমাদের প্যাকেজটিতে শুধুই বায়ো-ডিকশনারি নামক ই-বুক রাখছি না। বরং ই-বুকের পাশাপাশি আমরা তোমাদের দিচ্ছি আমাদের Biology Boot Camp-এ অস্থায়ীভাবে যুক্ত হওয়ার এক সুবর্ণ সুযোগ। পাশাপাশি আমাদের বুট ক্যাম্পে থাকাকালীন আমাদের EazyBio Academy-র সকল পরীক্ষা তোমাদের জন্য থাকবে উন্মুক্ত।
সহজভাবে বললে, আমাদের এ প্যাকেজে থাকছে –
বায়ো-ডিকশনারি (পর্ব ১)।
Biology Boot Camp-এ যুক্ত হওয়ার সুযোগ (২ মাস)।
সকল পরীক্ষায় বিনামূল্যে অংশগ্রহণ (২ মাস)।
জীববিজ্ঞান নিয়ে যেকোনো প্রশ্ন করার সুযোগ।
HSC এবং ভর্তি পরীক্ষা নিয়ে পরামর্শমূলক সেশন।
সরাসরি ঢাবিয়ান এবং মেডিকেল শিক্ষার্থীদের সাথে জীববিজ্ঞান ও ভর্তি পরীক্ষা নিয়ে আলাপচারিতার সুযোগ।