বায়ো-ডিকশনারি

বুঝে বুঝে জীববিজ্ঞান (এইচএসসি)

‘জীববিজ্ঞান মুখস্থের বিষয়’

– বাণীতে আমি, তুমি ও সে। 

কিন্তু সবাই কেন জীববিজ্ঞানকে কেবল মুখস্থ-ই করার পরামর্শ দেয়? যেকোনো লেভেলে জীববিজ্ঞান কি বুঝে পড়া সম্ভব নয়? 

দীর্ঘদিনের বায়োলজি পড়ানোর অভিজ্ঞতা এবং এইচএসসি ও অ্যাডমিশন লেভেলের প্রায় হাজার খানিক ছাত্র-ছাত্রীদের উপর আমাদের EazyBio টিমের করা এনালাইসিস থেকে আমরা দেখেছি, জীববিজ্ঞান কঠিন ও দূর্বোধ্য লাগার মূল কারণ একটাই – এতে থাকা কঠিন কঠিন টার্ম বা শব্দ। 

ঠিক এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে, তোমাদের মুখস্থের চাপ কমাতে আমরা নিয়ে এসেছি –বায়ো-ডিকশনারি’। 

উদ্ভিদবিজ্ঞান কিংবা প্রাণিবিজ্ঞান – নতুন অধ্যায় শুরুর আগেই পড়ে নিবে এই বই। দেখবে কতটা সহজ হয় উদ্ভিদবিজ্ঞানের জটিল বিষয়গুলি। দেখবে শিক্ষকদের ক্লাসে বলা কঠিন শব্দগুলোও কতটা সহজ হয়ে যায় তোমাদের কাছে। 

বায়ো-ডিকশনারি
ই-বুকের কিছু ছবি

শুধুই কি ই-বুক?

না, আমরা আমাদের প্যাকেজটিতে শুধুই বায়ো-ডিকশনারি নামক ই-বুক রাখছি না। বরং ই-বুকের পাশাপাশি আমরা তোমাদের দিচ্ছি আমাদের Biology Boot Camp-এ অস্থায়ীভাবে যুক্ত হওয়ার এক সুবর্ণ সুযোগ। পাশাপাশি আমাদের বুট ক্যাম্পে থাকাকালীন আমাদের EazyBio Academy-র সকল পরীক্ষা তোমাদের জন্য থাকবে উন্মুক্ত। 

সহজভাবে বললে, আমাদের এ প্যাকেজে থাকছে – 

  • বায়ো-ডিকশনারি (পর্ব ১)।
  • Biology Boot Camp-এ যুক্ত হওয়ার সুযোগ (২ মাস)।
  • সকল পরীক্ষায় বিনামূল্যে অংশগ্রহণ (২ মাস)। 
  • জীববিজ্ঞান নিয়ে যেকোনো প্রশ্ন করার সুযোগ।
  • HSC এবং ভর্তি পরীক্ষা নিয়ে পরামর্শমূলক সেশন। 
  • সরাসরি ঢাবিয়ান এবং মেডিকেল শিক্ষার্থীদের সাথে জীববিজ্ঞান ও ভর্তি পরীক্ষা নিয়ে আলাপচারিতার সুযোগ। 

প্যাকেজ রেগুলার মূল্যঃ ৮০০ টাকা।

ডিসকাউন্ট মূল্যঃ ২০০ টাকা।

Meet Your Mentor

অর্ডার কর পুরো প্যাকেজ

অর্ডার কর (বায়ো-ডিকশনারি)
১১ ডিজিটের পুরো নাম্বারটি লিখ।
আমরা তোমার এই নাম্বারে আমাদের ই-বুক পাঠাবো। এছাড়া এই নাম্বারের সাহায্যে তোমাকে আমাদের বুট ক্যাম্পে সংযুক্ত করব।
মোট প্যাকেজ মূল্য
ই-বুক পাঠানোর সময় তুমি বিকাশ, নগদ বা রকেটে এ পেমেন্ট করবে।