বুট ক্যাম্পে কারা থাকছে?
আমাদের বুট ক্যাম্পে যুক্ত হলে আমরা তোমাদেরকে হোয়াটস অ্যাপ কিংবা ফেসবুকের নির্দিষ্ট একটি গ্রুপে যুক্ত করে নিব। সেই গ্রুপে যেমন তোমার মতো আরো অনেক ছাত্রছাত্রী রয়েছে, তেমনি গ্রুপে তোমাদের সব কৌতূহল মেটাতে আমরা EazyBio Academy-র একটি বড় টিমকেও যুক্ত করে নিব।
EazyBio Academy-র সেই টিম কেন থাকছে?
চলো আগে সেই টিমের যুক্ত হওয়ার কারণ জানা যাক। আমরা চাচ্ছি তোমাদেরকে এইচএসসি-র শুরু থেকে শেষ পর্যন্ত একটি সম্পূর্ণ গাইডলাইন দিতে। তবে তা কোনো বই আকারে নয়, কিংবা মেসেজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট আকারে নয়…
বরং আমরা তোমাদের কথা শুনবো। সমস্যা বুঝবো। এরপর সেই সমস্যা অনুযায়ী তোমাদেরকে সমাধান দেয়ার চেষ্টা করব। সহজভাবে বললে, আমাদের বুট ক্যাম্পে সবাইকে আমরা সামষ্টিক হিসেবে বিবেচনা করব না, বরং তোমাদের একেকজনের সমস্যার ধরন অনুযায়ী আমরা ভিন্ন ধরনের সমাধান তৈরির চেষ্টা করব।
এজন্যই মূলত EazyBio Academy-র একটা বড় টিম সেখানে থাকবে।
EazyBio Academy-র সেই টিমে কারা কারা রয়েছেন?
আমাদের সেই টিমে রয়েছে জীববিজ্ঞানে দেশসেরা কিছু শিক্ষার্থী। শুধু ঢাবি কিংবা মেডিকেলের সেরা শিক্ষার্থী নয়, আমরা এমন মানুষদের নিয়ে টিম সাজিয়েছি যারা জীববিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে বুঝে এবং তোমাদের জীববিজ্ঞানকেন্দ্রিক সমস্যা সমাধানে তারা বদ্ধপরিকর।
আমাদের এই টিমের চারজনের সাথে আমরা তোমাদেরকে ইতোমধ্যে পরিচয় করিয়ে দিয়েছি।
আমাদের বুট ক্যাম্পের একজন পূর্ণ সদস্য হলে তোমরা পাচ্ছো আমাদের দুটো কনসেপ্ট বই এবং দুটো প্রাকটিস বই। পাশাপাশি ২০০-এরও অধিক সংখ্যক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ। এসকল পরীক্ষা জীববিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের ছোট ছোট টপিকের উপর নেয়া হবে। এর মাধ্যমে যেমন তোমাদের যাচাই করা হবে, তেমনি তোমাদেরকে প্রস্তুত করা হবে এইচএসসি কিংবা ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে ভালো করার জন্য।
এছাড়া, আমাদের Cellfie Olympiad-সহ নানা প্রতিযোগিতায়ও বুট ক্যাম্পের পূর্ণ সদস্যদের বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ করে দেয়া হবে।
তবে, সবকিছু ছাপিয়ে আমরা তোমাদেরকে সার্বক্ষণিক গাইডলাইনের বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেখছি। আমরা আশা করছি, এই গাইডলাইনই তোমাদেরকে জীববিজ্ঞানে এগিয়ে নিয়ে যাবে এবং সাথে জীববিজ্ঞান তোমাদের কাছে হয়ে উঠবে মজার, কৌতূহলের এবং উদ্দীপনার।
সদস্যকালঃ ২ মাস।
সদস্য হওয়ার নিয়মঃ ‘বায়ো-ডিকশনারি’ (১ম পর্ব) অর্ডারের মাধ্যমে।
কী কী পাচ্ছো তোমরা?
সদস্যকালঃ ভর্তি পরীক্ষা পর্যন্ত।
সদস্য হওয়ার নিয়মঃ আমাদের পুরো প্যাকেজ অর্ডারের মাধ্যমে।
কী কী পাচ্ছো তোমরা?