EazyBio Academy নতুনভাবে শুরু করতে যাচ্ছে Biology Boot Camp।
এ ক্যাম্পটি মূলত শিক্ষার্থীদের জন্য একটি দীর্ঘমেয়াদী গাইডলাইন প্ল্যাটফর্ম হিসেবে থাকবে, যেখানে শিক্ষার্থীরা নিয়মিত নানা পরীক্ষা দেয়ার পাশাপাশি তাদের নানা কৌতূহলী প্রশ্ন ঢাবি এবং মেডিকেলের নানা শিক্ষার্থীদেরকেও জিজ্ঞাসা করতে পারবে।
বুট ক্যাম্পে কীভাবে যুক্ত হবে?
আমাদের বুট ক্যাম্পে যুক্ত হওয়া বেশ সহজ। আমাদের EazyBio Academy থেকে তৈরিকৃত 'বায়ো-ডিকশনারি' ক্রয় করলেই আমরা আমাদের বুট ক্যাম্পে তোমাদের সংযুক্ত করে নিব।
এরপর সেখানে তোমাদের নিয়মিত ফ্রি পরীক্ষার জন্য আইডি দেয়া হবে। এছাড়া তোমরা যেকোনো সময়ে আমাদের প্ল্যাটফর্মের নির্ধারিত নিয়ম মেনে আমাদের জন্য প্রশ্ন ছুঁড়ে দিতে পারবে। সে প্রশ্ন হতে পারে জীববিজ্ঞানের কোনো টপিক নিয়ে, কিংবা এইচএসসি বা ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান সম্পর্কিত কোনো প্রশ্ন নিয়ে।
আমাদের বুট ক্যাম্পে কী কী পাচ্ছো তোমরা?
মাত্র ২০০ টাকার বিনিময়ে তোমরা আমাদের বুট ক্যাম্পে সংযুক্ত হতে পারছো।
বায়ো-ডিকশনারি (পর্ব ১)।
জীববিজ্ঞানের উপর নিয়মিত ফ্রি পরীক্ষা। মোট পরীক্ষার সংখ্যা ২০০-রও অধিক।
জীববিজ্ঞানের যেকোনো বিষয়ে প্রশ্ন করার সুযোগ।
ভর্তি পরীক্ষার গাইডলাইন এবং সরাসরি ঢাবিয়ান এবং মেডিকেল শিক্ষার্থীদের সাথে কথা বলার সুযোগ।
FAQs
আপনাদের বুট ক্যাম্পে সংযুক্ত হলেই কি আমরা পরীক্ষা দেয়া শুরু করতে পারব?
হ্যা। আমাদের এই ওয়েবসাইটেই আমরা সকল প্রশ্ন সংযুক্ত করে থাকি এবং এখন পর্যন্ত এখানে প্রায় ২০০ জনেরও বেশি শিক্ষার্থী এনরোল করেছে। আমরা ধীরে ধীরে প্রশ্ন সংযুক্তির কাজ শুরু করেছি। প্রায় দেড় মাসে আমরা এখন পর্যন্ত ২০ সেটেরও বেশি প্রশ্ন আমাদের প্রোগ্রামে সংযুক্ত করেছি।
বুট ক্যাম্পের পরীক্ষা কি শুধু উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণিবিজ্ঞানের উপর?
হ্যা।
তবে এর পাশাপাশি আমাদের সাপ্তাহিক ফ্রি পরীক্ষায় ইংরেজি প্রশ্নও সংযুক্ত করা হয়েছে। আমরা ধীরে ধীরে সেখানে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং অন্যান্য বিষয়ও সংযুক্ত করব।
এসব সাপ্তাহিক পরীক্ষায়ও আপনারা অংশগ্রহণ করতে পারবেন।
আপনাদের সাপ্তাহিক পরীক্ষাগুলি পরিক্ষার্থীদের সংখ্যা কীরকম?
আমরা দেড় মাস ধরে সাপ্তাহিক পরীক্ষা নিচ্ছি এবং এখন পর্যন্ত সেখানে ১৮০ জনেরও অধিক এনরোল করেছে।
Biology Boot Camp রেজিস্ট্রেশন
‘বায়ো-ডিকশনারি’ ক্রয় করে আমাদের বুট ক্যাম্পে যুক্ত হতে নিচের ফর্মটি ফিল আপ করো।