জীববিজ্ঞানের উপর
বাজারের সেরা বই

লেখকঃ আবুলাইচ সম্রাট
(দক্ষিণ কোরিয়া, ২০২৩)

আমাদের বইগুলো কেন কিনবে?

ধরো, তুমি একজন এইচএসসি শিক্ষার্থী। তুমি আবুল হাসান স্যারের উদ্ভিদবিজ্ঞান বইয়ে রাইবোসোম সম্পর্কে পড়ছো। পড়তে গিয়ে দেখলে যে ৫০S এবং ৩০S রাইবোসোম একত্রিত হয়ে ৭০S নামক রাইবোসোম তৈরি করেছে। তুমি ভাবলে, এ তো ৮০S রাইবোসোম তৈরি করার কথা। এটি নিয়ে যখন শিক্ষককে জিজ্ঞেস করতে গেলে তিনি সেটার উত্তর দিতে পারলেন না। 

ধরো, তুমি মেডিকেল কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমার প্রাণিবিজ্ঞান বইয়ে থাকা জিনতত্ত্ব সম্পর্কে পড়ছো। কিন্তু এটাই জানো না যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের মধ্যে পার্থক্য কী। কিংবা কখনো ভেবে দেখো নি যে প্ল্যাটিহেলমেনথিসের দেহ কেন চ্যাপ্টা হয়ে থাকে, অথবা লোহিত রক্তকণিকায় কেন নিউক্লিয়াস বা মাইটোকন্ড্রিয়া নেই। 

ঠিক এই বিষয়গুলোকে চ্যালেঞ্জ করে আমাদের দুটো কনসেপ্ট বই লেখা হয়েছে। 

কী আছে আমাদের কনসেপ্ট বইয়ে?

'বুঝে নাও' অংশ

আমরা বইগুলোকে এমনভাবে সাজিয়েছি যেন তোমাদের কৌতূহলের উত্তর আমাদের বই দিতে পারে। যেমনঃ আমরা বইয়ের টেক্সটে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড উল্লেখ করেছি। এরপর সেই টেক্সটের পরপরই ‘বুঝে নাও’ অংশে উদাহরণের সাহায্যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড বুঝিয়ে দেয়া হয়েছে। একই কাজ করা হয়েছে ৭০S রাইবোসোম কীভাবে ৫০S এবং ৩০S থেকে তৈরি হয় তা বুঝানোর জন্য। 

'Food for Thought'

তোমরা প্রায়ই বলে থাকো যে জীববিজ্ঞানে বোঝার কিছু নেই, বরং এটির বেশিরভাগই মুখস্থের। ঠিক এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে আমরা শত শত ‘Food for Thought’ যুক্ত করেছি যা যেমন তোমাদের জীববিজ্ঞান নিয়ে ভাবাবে, তেমনি জীববিজ্ঞানকে পাবা একটি মজার এবং বোঝার বিষয় হিসেবে। 

রঙ্গিন বইয়ে রঙ্গিন ছবি

সময় করে উদ্ভিদবিজ্ঞান বইয়ের অধ্যায় ৫ (শৈবাল ও ছত্রাক) খুলে দেখো। শৈবালের বিচিত্রতা নামক অংশে অনেক শৈবালের নাম বলা হয়েছে এবং দেখানো হয়েছে যে এরা গঠনগতভাবে প্রচুর বৈচিত্র্যসম্পন্ন। অথচ সেসব শৈবালের কোনোটিরই ছবি দেয়া হয় নি। 

ভেবে দেখো, যদি শৈবালগুলোর ছবি সাথে সাথে যুক্ত করা হতো এবং তুমি পড়তে গিয়েই দেখতে পেতে যে এদের গঠনে বিচিত্রতা আছে, তাহলে কতই না মজার হতো। এমনকি তুমি বুঝে বুঝেও পড়তে পারতে। 

আমরা এ বিষয়গুলোকে সঠিকভাবে তুলে ধরার জন্য শত শত রঙ্গিন ছবি আমাদের বইয়ে ব্যবহার করেছি। ফলে তোমরা জীববিজ্ঞানকে বাস্তবিক ছবির সাথে মিলিয়ে নিয়ে পড়তে ও বুঝতে পারবে। 

বাস্তবিক উদাহরণ

প্রাণিবিজ্ঞান বইয়ে অধ্যায় ১১-তে বিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। বাজারের বেশিরভাগ প্রচলিত বইয়ে বিবর্তনকে চারটি ধাপ দিয়ে দেখানো, অথচ এখানে কোনো উদাহরণই ব্যবহার করা হয় নি। 

ভেবে দেখো, কেমন হয় যদি এই ধাপগুলোর পাশাপাশি আমরা নানা উদাহরণ টানি। উদাহরণের মাধ্যমে বুঝি কীভাবে ধাপে ধাপে বিবর্তন হচ্ছে…

এভাবে জীববিজ্ঞানের জটিল সব কনসেপ্ট ক্লিয়ারলি বুঝানোর জন্য আমরা আমাদের কনসেপ্ট বইয়ে নানা বাস্তবিক উদাহরণ ব্যবহার করেছি। এসব উদাহরণ তোমাদেরকে জীববিজ্ঞানকে ‘Real Life Examples’ এর সাথে তুলনা করে বুঝতে সাহায্য করবে। 

বইয়ের ভেতরের ছবি

দুটো বই অর্ডার করলে কী কী পাচ্ছো?

আমাদের এক প্যাকেজেই থাকছে অনেক কিছু যা তোমাদেরকে এইচএসসি কিংবা ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানের পুরো যাত্রাটিতে সবার থেকে এগিয়ে রাখবে। 

  • দুটি কনসেপ্ট বই
  • উদ্ভিদবিজ্ঞানঃ ১০০টিরও অধিক অনলাইন এক্সাম
  • প্রাণিবিজ্ঞানঃ ১০০টিরও অধিক অনলাইন এক্সাম
  • বায়ো-ডিকশনারি ই-বুক 
  • Biology Boot Camp-এ যুক্ত হওয়ার সুযোগ। আমাদের বুট ক্যাম্পে তোমরা জীববিজ্ঞান নিয়ে যেকোনো প্রশ্ন করতে পারবে। এইচএসসি কিংবা ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানসহ নানা বিষয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নানা ভাইয়া-আপুদেরকে। 
 
আমাদের এ প্যাকেজটি ক্রয় করলে তুমি প্রথমে দুটো বই হোম ডেলিভারির মাধ্যমে পাবে। এরপর তোমার সাথে যোগাযোগ করে আমরা তোমাকে আমাদের ‘বায়ো-ডিকশনারি’ ই-বুকটি পাঠাবো। এরপর নানা তথ্য নিয়ে তোমাদেরকে যুক্ত করা হবে আমাদের ব্যুট ক্যাম্পে। আর সেখানে বাকি পরীক্ষাগুলোর দেয়ার জন্য আমাদের ওয়েবসাইটে তোমাদের অ্যাকসেস দেয়া হবে। 
 
যেকোনো সমস্যায় যোগাযোগ করবে এই হোয়াটস অ্যাপ নাম্বারেঃ +880 1856-971910। 
(পুরো প্যাকেজের রেগুলার প্রাইসঃ ২৫০০/=)
অফার প্রাইসঃ ১০০০/=

বুক রিভিউ

Order Now

বইসহ পুরো প্যাকেজটি সংগ্রহ করতে নিচের ফর্মটি পূরণ করুন।
উল্লেখ্য, বই হাতে পেয়ে আপনি পেমেন্ট করবেন। 

অর্ডার করুন (কনসেপ্ট বই)
১১ ডিজিটের পুরো নম্বরটি লিখুন।
মোট প্যাকেজ মূল্য (Payment after Delivery)
উপরের মূল্যের সাথে ডেলিভারি চার্জ যুক্ত হবে। ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ ৬০ টাকা এবং ঢাকার বাইরে ১০০ টাকা।